প্রযুক্তি যুব উন্নয়ন সংস্থা প্রযুস পরিচিতি, প্রযুস সম্পর্কে, প্রযুসের প্রকল্প সমূহ, লক্ষ ও উদ্দেশ্য প্রযুস
প্রযুক্তি যুব উন্নয়ন সংস্থা (প্রযুস) কি ও কেন?
আলোচক- কামাল আহমেদ বাগী
"প্রযুস" পূর্ণ রূপ প্রযুক্তি যুব উন্নয়ন সংস্থা (প্রযুস)
আলোচক- কামাল আহমেদ বাগী
"প্রযুস" পূর্ণ রূপ প্রযুক্তি যুব উন্নয়ন সংস্থা (প্রযুস)
এটা কোনো সরকার শাসিত সংস্থা বা সংগঠন নয় ৷
কতিপয় সম-মনাদের ব্যক্তিগত উদ্যেগ ৷
যার একমাত্র উদ্যেশ্য আধুনিক তথ্য সেবার মাধ্যমে সমাজের সকল শ্রেণী পেশার মানুষের উন্নয়ন ৷
লক্ষ ও উদ্দেশ্যঃ
যেহেতু আগোছালোভাবে কোন কাজ করলে তা সুন্দর হয় না, তাই গুছিয়ে করতে হয় ৷ প্রযুসের লক্ষ হলো, সমাজের মানুষদের একতাবদ্ধ করা, যারা একতাবদ্ধ হবে তারা বিশেষ সেবা ভোগ করবে ৷ এখানে দু'টি বিষয়ঃ প্রথম যারা একতাবদ্ধ অর্থাত সদস্য হবে তারা এক শ্রেণীর সেবা পাবে ৷ আর যারা সদস্য হবে না তারা আরেক শ্রেণীর সেবা পাবে ৷
এই সেবা গুলো প্রকল্প বা প্রজেক্টের মাধ্যমে দেয়া হয় ৷
ইতোমধ্যে প্রযুস কতৃপক্ষ ৬ (ছয়টি) প্রকল্প হাতে নিয়েছে ৷ আরো ৬ (ছয়টি) প্রকল্প হাতে নেয়ার কাজ চলছে ৷ নিচে তার সংক্ষিপ্ত বর্ননা তুলে ধরা হলো ৷
১ম প্রকল্প— উদ্যোক্তার সেবায় বাংলাদেশ ৷
এই প্রকল্পে সদস্যরা ব্যবসায়িক যে-কোন সেবা পাবে ৷
পুঁজি অনুযায়ী একজন মানুয়ের জন্য তার আশপাশের পরিবেশ ও বাজারের চাহিদা অনুযায়ী কোন ব্যবসা ভালো হয় ৷ সে ব্যপারে সঠিক পরামর্শ ৷
✔কিভাবে ব্যবসার জন্য নিজেকে তৈরী করবে ৷ ✔কিভাবে বিজনেস প্লান করবে ৷
✔কিভাবে স্থান নির্বাচন ৷
✔কোথা থেকে কাচামাল ও যন্ত্রপাতি সংগ্রহ করবে ✔কত টাকা খরচ যাবে ৷
✔কিভাবে ব্যাংক থেকে ঋণ নিবে ৷
✔কিভাবে পণ্য উৎপাদন করবে, সে বিষয়ে প্রশিক্ষণ ৷ ✔কিভাবে পণ্য বাজারজাত করবে ৷
✔ পাইকারি কাষ্টমার কোথায় পাবে ৷
✔কিভাবে মার্কেটিং করতে হবে ৷
✔কিভাবে বর্তমান ব্যবসার বাজার ধরতে হবে ৷
✔কিভাবে ব্যবসার জন্য নিজেকে তৈরী করবে ৷ ✔কিভাবে বিজনেস প্লান করবে ৷
✔কিভাবে স্থান নির্বাচন ৷
✔কোথা থেকে কাচামাল ও যন্ত্রপাতি সংগ্রহ করবে ✔কত টাকা খরচ যাবে ৷
✔কিভাবে ব্যাংক থেকে ঋণ নিবে ৷
✔কিভাবে পণ্য উৎপাদন করবে, সে বিষয়ে প্রশিক্ষণ ৷ ✔কিভাবে পণ্য বাজারজাত করবে ৷
✔ পাইকারি কাষ্টমার কোথায় পাবে ৷
✔কিভাবে মার্কেটিং করতে হবে ৷
✔কিভাবে বর্তমান ব্যবসার বাজার ধরতে হবে ৷
সংক্ষিপ্ত, মূল কথা একজন উদ্যোক্তাকে প্রতিষ্ঠিত হতে যে সময় যা লাগে, সর্বদা পাশে থাকতে প্রতিশ্রুতিবদ্ধ ৷ ব্যবসা ছোট হোক বা বড় প্রযুসের কাছে সব সমান ৷ প্রযুস পেশা দেখে না, দেখে একজন সদস্যের আগ্রহ ও ভালোবাসা ৷ প্রতিটি প্রকল্প ভিন্নভাবে সাজানো হয়েছে ৷ যদিও প্রকল্প কিন্তু প্রত্যেকটির কার্যক্রম প্রকল্প শব্দ থেকে একদম আলাদা ৷
২য় প্রকল্প—আলোকিত ভবিষ্যৎ
এটি হলো ক্যারিয়ার সংক্রান্ত ৷ একজন শিক্ষার্থীর জীবনে বিভিন্ন স্বপ্ন থাকে কেউ সরকারি চাকরি পেতে চায় ৷ কেউ সাংবাদিক হতে চায় ৷ কেউবা রেডিও জকি বা অভিনেতা হতে চায় ৷ এরকম অনেক পেশা আছে, সহজে বল্লে এই প্রকল্পের আওতায় সব ধরণের পেশা ভিত্তিক সেবা দেয়া হয় ৷ যেমন, কেউ পাড়ালেখা করছে এই অবস্থায় প্রযুসের সদস্য হলো ৷ সদস্য হলে প্রথমেই জেনে নেয়া হয় ৷ তার ভবিষ্যতের চিন্তাধারা কি? সে কি হতে চায়? সে হয়তো ফরমে লিখলো আমি সাংবাদিক হতে চাই ৷ যখন তার সদস্য অনুমোদন হবে ৷ তার পর থেকে তাকে নিয়মিত প্রশিক্ষণ দেয়া হবে ৷ যেমন সাংবাদিক হতে হলে কি পর্যন্ত পড়তে হয় ৷ কিভাবে সংবাদ বা প্রতিবেদন লিখতে হবে, কোনো দুর্ঘটনা বা আত্বহত্যা কেসে কিভাবে তথ্য সংগ্রহ করবে ৷ মূল কথা সাংবাদিক হতে গেলে যতটুকু দক্ষতা, শক্তি ও সাহস প্রয়োজন ধিরে ধিরে তাকে প্রশিক্ষণের মাধ্যমে গড়ে তোলা হবে ৷ যাতে তার স্বপ্ন পুরনে কোনো বাঁধা না থাকে ৷ সময়তে প্রযুস নিজেই তাকে চাকরি দিবে, কারণ অনেক পত্রিকাতেই কর্মরত আছে প্রযুস কর্মীরা ৷
৩য় প্রকল্প—মাই আইডিয়াবিডি
এটি হলো আইডিয়া শেয়ারিং প্লাটফর্ম ৷ বিশেষ করে, ব্যবসা সংক্রান্ত নতুন সব আইডিয়া শেয়ার করা হয় ৷ এবং প্রতি মাসেই আইডিয়া বিষয়ক প্রতিযোগীতার আয়োজন করা হয় ৷ যেমনঃ নতুন কেনো ব্যবসার আইডিয়া তৈরী করতে পারলে এখানে বিক্রি করা যায় ৷ তাছাড়া উন্নত কোনো বিষয়, যেমন আপনি সদস্য হলেন, আপনার মাথায় এলো কলা গাছের ছাল, অথবা নারকেলের ছোঁবড়া দিয়ে কিছুু করা যায় ৷
আপনি নিজে চেষ্টা করে সফল হলেন, এই আইডিয়া ও প্রশিক্ষণ এখানে বিক্রি করতে পারবেন ৷ তাছাড়া প্রচুর আইডিয়া আছে আপনার পুঁজি অনুযায়ী এখান থেকে ব্যবসা বেছে নিতে পারেন ৷
৪র্থ প্রকল্প—গাইডলাইন
এই শাখাটি সর্বদা প্রয়োজনীয় বিষয়কে কেন্দ্র করে উন্মুক্ত করা হলো, বাংলাদেশের সংবিধান, নাগরিক সুযোগ সুবিধা সম্বলিত ৷ যেমনঃ কেউ এরেস্ট হলে তাৎক্ষনিক কি করণীয়, কতক্ষণ সময় সে পাবে নিজস্ব উকিল ধরার জন্য ৷ কি শর্তে তাকে এরেস্ট করছে কতটুকু সে জানতে পারবে ৷ মূল কথা একটা কাজ কিভাবে করবে কত সময় যাবে সে বিষয়ে তথ্য দেয়াই এই প্রকল্পের কাজ ৷
৫ম প্রকল্প—অ্যাপস মার্কেট
এই শাখাটি প্রো/পেইড/লক করা অ্যাপসের ক্ষেত্রে ৷
এন্ড্রয়েড ফোনের প্লে-স্টোর বা অনন্য অ্যাপস স্টোরে যেসব অ্যাপস ডলার পে করে ক্রয় করতে হয়, তা সম্পূর্ণ বিনামূল্যে ডাউনলোড করতে পারবে এই স্টোর থেকে ৷ এই স্টোরের বৈশিষ্ট্য হলো, যে-কোন অ্যাপস যুক্ত করা হয় না একমাত্র পেইড অ্যাপস ছাড়া ৷ তাছাড়া আরো উন্নত বৈশিষ্ট্য হলো; প্রত্যেকটি অ্যাপসের কার্যকরী ব্যবহারবিধি অর্থাত ভিডিও টিউটোরিয়াল বা টিউন করা হয়, যাতে সবাই ব্যবহার করতে পারে ৷ স্টোরে সব অ্যাপসের কার্যকরী টিউটোরিয়াল/টিউন থাকবে না, তবে সাধারণ পরিচিতি থাকবে ৷ প্রয়োজনীয় অ্যাপস ডাউনলোড করতে হলে ই-মেইলে জানাতে হবে ৷
তাতে সরাসরি অ্যাপস/ডাউনলোড লিংক পাঠিয়ে দেয়া হবে ৷ সেই সাথে টিউটোরিয়াল দেয়া হবে ৷
৬য় প্রকল্প—বাগী কুঞ্জালয় পাঠাগার
যে-কোন বই ফ্রিতে ডাউনলোড করতে পারবে ৷ তাছাড়া এমনকিছু বই আছে ডাউনলোড করতে গেলে, পাসওয়ার্ড দিতে বলবে, একমাত্র সদস্য ও কর্মীরা সে পাসওয়ার্ড জানবে ৷ (একেকটি বইয়ের জন্য একেকটি পাসওয়ার্ড দেয়া) ৷ আরো কিছু বই আছে, যেগুলোর জন্য সরাসরি কর্পোরেট অফিসে ই-মেইলে জানাতে হবে ৷ তাতে লিংক অথবা সরাসরি (ই-মেইলে) বই পাঠিয়ে দেয়া হবে ৷ পাঠাগার থেকে সকল সদস্য ও কর্মীদের শিক্ষামূলক (ক্লাসিক্যাল) গাইড, চার্ট শিট, প্রশ্ন ব্যাংক, সহ প্রয়োজনীয় সুবিধা ভোগ করতে পারবে ৷
আরো অনেকগুলো প্রকল্প যা এখানে উপস্থাপন করা হয়নি (দার্ঘালোচনা বিবেচিত করে), ধন্যবাদ ৷
আরো অনেকগুলো প্রকল্প যা এখানে উপস্থাপন করা হয়নি (দার্ঘালোচনা বিবেচিত করে), ধন্যবাদ ৷
কৃতজ্ঞতায়- কামাল আহমেদ বাগী
COMMENTS